সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
রক্তে কেনা এদেশে জালেমদের ঠাঁই নেই -কবি কালাম আজাদ
শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, রক্তে কেনা এই দেশে জালেমদের ঠাঁই কখনোই হবেনা। জালেমরা চিরকালই ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হয়ে এসেছে বর্তমানে তাই হচ্ছে এবং ভবিষ্যতেও তাই হবে। তিনি বলেন দেশ ও সমাজের প্রতি কমিটমেন্ট থাকলে সুদূর পরবাসে থেকেও ভালো কাজ করা যায়। সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু তাই করে দেখালেন।
শুক্রবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে অষ্টাদশ কেমুসাস বইমেলা মঞ্চে প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু সম্পাদিত ও মুক্তসময় মাল্টিমিডিয়া আয়োজিত আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্র ‘ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাংবাদিক কবি নিজাম উদ্দিন সালেহ’র সভাপতিত্বে ও কবি-সাংবাদিক হেলাল নির্ঝরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর নবনিযুক্ত স্বাধীন পরিচালক বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু।
মো. ইসমাইল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক-সংগঠক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সালেহ আহমেদ, অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কামাল তৈয়ব অ্যাডভোকেট, প্রভাষক রায়হান উদ্দিন, কবি কামাল আহমদ, সাংবাদিক-সংগঠক এমজেএইচ জামিল, সাংবাদিক নোমান বিন আরমান, লেখক তাসলিমা খানম বীথি ও জুবের আহমদ সার্জন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের অন্যতম কবি হেলাল হাফিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি