মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল : ফাইনালে সংবাদ টাইগার্স ও টিম একাত্তরের কথা

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল : ফাইনালে সংবাদ টাইগার্স ও টিম একাত্তরের কথা

অনলাইন ডেস্ক

রবিবার বিকেল তিনটা। সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি মাহা ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তরপূর্ব কিংস এবং এখনো শিরোপার স্বাদ না পাওয়া সংবাদ টাইগার্স। শীতকালে দিনের আলো পড়ে আসতে শুরু করলে যেমন ঠান্ডা হতে শুরু করে চারপাশ, এদিন হয়েছে উল্টো। সূর্য ক্রমে নিচে নেমেছে আর উত্তেজনার পারদ ক্রমেই ওঠেছে ওপরে।

মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের প্রথম সেমিফাইনাল বলে কথা! একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল। কিন্তু পুরো ম্যাচজুড়ে চুল ছিড়তে হয়েছে দু দলের সমর্থকদের, গোলের দেখা পায়নি কেউ। সংবাদ টাইগার্সের স্ট্রাইকার আরিফের অন্তত তিনটি প্রচেষ্টা একাই প্রতিহত করেন উত্তরপূর্ব কিংসের গোলরক্ষক ইমরান। কিন্তু তাদের বিধিবাম। তা না হলে উত্তরপূর্ব কিংসের তুখোড় স্টাইকার ওলিউরকে কেন দেখা যাবে রক্ষণভাবে খেলতে।

গোলশূন্য প্রথম সেমিফাইনালের নির্ধারিত সময় শেষ হতে না হতে রাজ্যের ছায়া নেমে আসে দু দলের খেলোয়াড়দের মুখে। এবার অনেকটা ভাগ্যপরীক্ষা। মানে ট্রাইব্রেকার।

প্রথমেই গোলবারে নিখুঁত শট নেন সংবাদ টাইগার্সের অধিনায়ক মঈন উদ্দিন মনজু। কোনো সুযোগ হাতছাড়া না করার মানসে উত্তরপূর্ব কিংস তাদের প্রথম শটের জন্য পাঠান রক্ষণভাবের দুর্দান্ত খেলোয়াড় মাহমুদুর রহমান মিলনকে। তার শটের সাথেই দেখা মেলে ম্যাচের মূল হিরো মাঈদুল রাসেলের। দক্ষহাতে শক্ত শট আটকে দেন তিনি। উল্লাসে ফেটে পড়ে সংবাদ-দুর্গ। কিন্তু মারুফ আহমেদের নেওয়া তাদের পরের শট ফিরে আসে গোলবারে লেগে। আবারো উত্তেজনা। উত্তেজনাকে মিইয়ে দেয় উত্তরপূর্ব কিংসের দ্বিতীয় শট নিতে আসা দলীয় অধিনায়ক শংকর দাসের লক্ষ্যভ্রষ্ট শট। দলের দ্বিতীয় শট নিতে এসে ম্যাচের ভুল করেননি সংবাদের এ এইচ আরিফ। সহজেই জালে বল জড়িয়ে এগিয়ে নেন দলকে। সমতায় ফেরাতে এসে নিজের শট গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দলকে হতাশায় ডুবান উত্তরপূর্বের ওলিউর। এগিয়ে থাকা সংবাদকে আবারো দোটানায় ফেলেন উত্তররপূর্বের গোলরক্ষক ইমরান। রায়হানের নেওয়া শট দক্ষহাতে প্রতিহত করেন তিনি। তবে ম্যাচের মূল নায়কের শেষ টাচ তখনো বাকি। উত্তরপূর্বের মনিরুজ্জামান রনির শট আটকে দিয়ে দলকে ফাইনালে নিয়ে যান সংবাদ টাইগার্সের গোলরক্ষক মাঈদুল রাসেল। নিজেকে প্রমাণের জন্য ফাইনালের আগের দিনটিই যেন বেছে নিয়েছিলেন তিনি। ২-০ ব্যাবধানে জয় পাওয়া সংবাদ টাইগার্সের খেলোয়াড় রাসেলই নির্বাচিত হন প্রথম সেমিফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ।

রোদ তখন আরো পড়ে এসেছে, একটু বাড়তি উষ্ণতা চাই। সেটা বিবেচনায় রেখেই যেন মাঠে নামে টিম একাত্তরের কথা। মুর্হুমুর্হূ আক্রমণে তারা নাস্তানাবুদ করতে থাকে গ্রুপপর্বে নিউজ টুয়েন্টিফোরের ছাড় পেয়ে সহজেই সেমিফাইনালে আসা টিম সিলেট মিররকে। এদিন কোনোভাবেই ভাগ্য পক্ষে থাকেনি টিম সিলেট মিররের। অন্যদিকে টিম একাত্তরের কথার হয়ে টুর্নামেন্টের দুই প্রবীণ খেলোয়াড় মঈন উদ্দিন ও রেজওয়ান আহমদ যেন নেমেছিলেন নিজেদের ভেলকি দেখাতে। হাসান মোহাম্মদ শামীমকে সাথে নিয়ে মধ্যমাঠের নিয়ন্ত্রন নিয়ে নেন তারা। আর টুর্নামেন্টের হ্যাট্রিকম্যান দিব্য জ্যোতি সী ও জুবায়দুল হক রবিন মিলে সারেন বাকি কাজ। দিব্য এক গোলে থামলেও দুটি গোল করেন রবিন হন ম্যান অব দ্যা ম্যাচ। টুর্নামেন্টের দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্যা ম্যাচ হন তিনি। তার দলও ৩-০ গোলের জয় নিয়ে নিশ্চিত করে ফাইনাল।

সোমবার বিকেল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি হবে সংবাদ টাইগার্স ও টিম একাত্তরের কথা। ফাইনালে পুরস্কার বিতরণ করবেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

রবিবার দুই সেমিফাইনাল শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিরা।

ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, সিও আমির হোসেন খোকন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু, রেফারি এসোসিয়েসনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী, ডিসিপ্লিনারি কমিটি সদস্য মো. সিরাজ উদ্দিন, মাসুক আহমদ, বদরুদ্দোজা বদর, ফটোজার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সহ সভাপতি এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সিলেট ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক প্রণবকান্তি দেব, ইমজার নির্বাহি সদস্য এস আলম আলমগীর, টিম নিউজ টুয়েন্টিফোরের টিম ম্যানেজার সেলিনা চৌধুরী, সহকারি ম্যানেজার ইকবাল মুন্সি, উত্তরপূর্ব কিংসের টিম ম্যানেজার ফখরুল ইসলাম, উপদেষ্টা ম-লির সদস্য মুক্তাদির আহমদ মুক্তা, মুকিত রহমানী জামাল আহমেদ চৌধুরী, ইকবাল হোসেন আনা, যীশুতোষ দাস, ইটিভি রয়্যালসের চেয়ারম্যান ওয়েছ খসরু, কো চেয়ারম্যান বিলকিস আক্তার সুমি, কো অর্ডিনেটর ফয়সল আহমদ মুন্না, মঈনুল হাসান টিটু, সাজলু লস্কর, সংবাদ টাইগার্সের চেয়ারম্যান আকাশ চৌধুরী, টিম ম্যানেজার আনিস রহমান, চিফ কো অর্ডিনেটর প্রদীপ পুরকায়স্থ দিপু, টিম মেন্টর বিমান তালুকদার, ডিবিসি নিউজের চেয়ারম্যান প্রত্যুষ তালুকদার, টিম সিলেট মিররের টিম ম্যানেজার আশকার আমিন রাব্বি, জৈন্তাবার্তা ঈগলসের টিম ম্যানেজার গোলজার আহমদ, ইমজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, দেবাশীষ দেবু, মঞ্জুর আহমেদসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ