সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র দুর্গম পাহাড়ী এলাকার কারাবাল্লা হতে দনা পর্যন্ত রাস্তা কাজের শুভ সূচনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সড়ক কাজের শুভ সূচনা করেন জেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। এ উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর উদ্দ্যেগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সেলিম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইউপি সদস্য তমিজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^াসী। বিশেষ করে দীর্ঘ এই সময়ে দুর্গম পাহাড়ী এ এলাকায় যতটুকু উন্নয়ন সাধিত হয়েছে তা স্বাধীনতা পরবর্তী সম্ভব হয়নি। এলাকাবাসীর উদ্দ্যেশে তিনি বলেন আমাদের র্দূভাগ্য, নয়তো এতদিনে এ এলাকার চেহারা পাল্টে যেত। তিনি উল্লেখ করে বলেন নদী বেষ্ঠিত দূর্গম এ এলাকা উপজেলা সদরের সাথে সড়ক পথ না থাকায় এখানে বড় বড় ঠিকাদারী প্রতিষ্টান যাতায়াত খরচের ভয়ে কোন কাজের টেন্ডার নিতে চায় না। যার কারনে আমরা এ এলাকার মানুষ উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছি। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন তা বেশি দিন নয়, অচিরেই লোভানদীর উপর ব্রীজ নির্মাণ হলে এখানে আর আধার থাকবে না। জানা যায় এমপি’র বরাদ্ধ হতে এ সড়কের কাজ শুরু হয়েছে। তবে এখনো কোন বরাদ্ধ পাওয়া যায়নি। যার কারনে এখানকার বিশিষ্ট ব্যবসায়ী ইউপি সদস্য ও আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তমিজ উদ্দিনের প্রচেষ্টায় কাজ শুরু হয়েছে। বরাদ্ধ পাওয়ার পূর্ব মুর্হত পর্যন্ত তিনি এ সড়কের কাজ চালিয়ে যাবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি