সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় আটক ২টি গরু প্রায় এক বছর পর বুধবার (১০ জুন) উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এ নিলাম কার্য সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, গত বছরের ২০১৯ সালের ১৪ জুন ভারত হতে পাচারকারীরা ু’টি গরু বাংলাদেশে নিয়ে আসলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের সস্যরা সেগুলো আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী লায়েক মিয়ার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে বিজিবি।
এরপর থেকে গরু ুটি কুলাউড়া থানার এসআই হারুন আল রশীরে তত্ত্বাবধানে বেসরকারি লোকজনকে দিয়ে এক বছর লালন-পালন করেন। বিশেষ ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক গরু ুটি প্রকাশ্যে নিলামের জন্য গত ৩ জুন আশে দেন।
এর প্রেক্ষিতে বুধবার সাড়ে ১১ টায় কুলাউড়া থানা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে গরু ুটি প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাকে কাওসার স্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী, এস আই হারুন আল রশীসহ থানা পুলিশের সদস্যসহ নিলামে অংশ নেয়া ব্যক্তিরা।
নিলাম ডাকে কুলাউড়ার বিভিন্ন এলাকার ১২ জন লোক অংশগ্রহণ করলে সর্বোচ্চ ৭৬ হাজার টাকা ামে গরুুটি ক্রয় করেন পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিনের ছেলে সবুজ মিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি