সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
অনলাইন ডেস্ক :: সিলেট নগরীকে ঢেলে সাজানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে মহানগর ট্রাফিক পুলিশের সাথে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে ট্রাফিক পুলিশের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সুজনের নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগরী এলাকার যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। তবে এই ধারা অব্যাহত রাখতে হবে। ট্রাফিক পুলিশের সার্বিক কাজগুলো প্রতি ৩মাস অন্তর অন্তর প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে জনগণকে জানালে পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির পাশাপাশি পুলিশের কর্মকান্ড আরও গতি পাবে। এসময় নেতৃবৃন্দ সিলেট মহানগরী এলাকাকে হকারমুক্ত করার জন্য পুলিশকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় করোনাভাইরাসে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের মাগফিরাত কামনা করা হয়।
সভায় ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাকে সাজাতে পুলিশ কয়েক ধাপে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সিলেট নগরীর হকারদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। তাদেরকে লালদিঘীরপাড়স্থ হকার্স মার্কেটের খালি জায়গায় প্রকৃত হকারদের তালিকা করে বসানো হয়েছে। এসময় তিনি সুজন নেতৃবৃন্দসহ সিলেটের সচেতন মহলের সহযোগীতা কামনা করেন।
সভায় ট্রাফিক পুলিশের প্রতি সুজন নেতৃবৃন্দ আহ্বান জানিয়ে বলেন, প্রচলিত আইন যারা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাহলে অপরাধ করতেও মানুষ ভয় পাবে। পুলিশের এই কাজে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে সিলেটের নাগরিক সমাজকে নিয়ে পুলিশকে সার্বিকভাবে সহযোগীতা করা হবে। এসময় ট্রাফিক পুলিশের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মকান্ডের জন্য সুজনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সুজন সিলেটের সহ সভাপতি ও ব্লাস্টের সিলেট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সুজন সিলেটের সাধারণ সম্পাদক ও বেলা সিলেটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, ট্রাফিক পুলিশের উপ কমিশনার জ্যোর্তিময় সরকার, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) আবুল খায়ের, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) আশিদুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি