সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের বিরুদ্ধে এসএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় এসএমপি, ট্রাফিক বিভাগ, সিটি পয়েন্ট ও আশপাশ এলাকার হকারদের লালদিঘির পার হকার্স মাঠে পূনর্বাসন করে। উক্ত এলাকাসহ মহানগরীর অন্যান্য এলাকা সমূহে সড়কের পার্শ্বের দোকানদাররা তাদের দোকানের সামনের ফুটপাত ও সড়কে মালালমাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। যার ফলে ফুটপাতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতিতে ট্রাফিক বিভাগ ফুটপাত ও রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরির মাধ্যমে আদালতে প্রসিকিউশন দাখিল করে। অভিযুক্ত দোকানদারগণ আদালতে হাজির হয়ে বিধি মোতাবেক জরিমানা পরিশোধ করে, ভবিষ্যতে এরূপ কাজ করবেন না মর্মে আদালতে মুচলেকা প্রদান করেন।
ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ জানান, চলতি ২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখ হতে আজ বুধবার (১৩ জানুয়ারি) পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের বিরুদ্ধে মোট ২১টি জিডি, ৬ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, দোকানের মালামাল দোকানের সাটারের ভিতরে রাখার জন্য এবং বাড়ির নির্মাণ সামগ্রী রাস্তায় না রেখে বাড়ির ভিতরে রাখতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে উক্ত কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি