সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
স্পোর্টস ডেস্ক::
ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে পাত্তাই দিলেন না অধিনায়ক ও সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং রোহিত শর্মা। পন্থের আবেদন হেসেই উড়িয়ে দেন রাহানে-রোহিত।
শুক্রবার শুরু হওয়া ব্রিসবেন টেস্টের তৃতীয় সেশনে ব্যাট করছিলেন ক্যামেরন গ্রিন ও অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। ভারতীয় পেসার নটরাজনের একটি বল টিম পেইনের ব্যাটের কানায় ঘেষে ঋষভ পন্থের গ্লাভসে জমা পড়তেই তিনি আউটের জন্য আবেদন করেন। কিপারের মনে হয়েছে বল টিম পেইনের ব্যাট স্পর্শ করেছে। তাই তিনি অধিনায়ক রাহানের কাছে গিয়ে ডিআরএস নেওয়ার আবেদন জানান।
পন্থের এমন আবেদন হেসে উড়িয়ে দেন অধিনায়ক রাহানে ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। দলের সিনিয়র ক্রিকেটারদের বোঝাতে না পেরে পুনরায় কিপিং পজিশনে ফিরে যান পন্থ।
এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাসির জন্ম দিয়েছে। পন্থকে নিয়ে রসিকতা করতে ছাড়েনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই ঘটনার ভিডিও পোস্ট করে আইসিসি লেখে- ‘ঋষভ পন্থকে কেউই বুঝল না’
প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৭৪ রান। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি (১০৮) করে ফিরেছেন মার্নাস লাবুশেন। ৪৫ ও ৩৬ রান করে আউট মেথু ওয়েড ও স্টিভ স্মিথ। ৩৮ ও ২৮ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন ও অধিনায়ক টিম পেইন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি