সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক : ব্রিটেনের ম্যানচেস্টারে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী হাজী হেদায়েতুল ইসলাম নবাব (৫৩)। ছিনতাইয়ের সময় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করে বিচারের মুখোমুখি করেছে দেশটির পুলিশ। তবে, আইনি বাধ্যবাধকতার কারণে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
জানা গেছে, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধরে ম্যানচেস্টারে বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুর গ্রামে। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন তিনি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ৭ জানুয়ারি, শুক্রবার বিকেলে হেদায়েতুল ইসলাম নবাব নিজের মার্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রোমেলি এলাকায় যান। সেই সময় ১৪ বছরের এক কিশোর তাকে আঘাত করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নবাব মিয়াকে হাসপাতালে নেওয়া হলে রোববার তিনি মারা যান। ছিনতাই হওয়া গাড়িটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি