পিসিবিকে একহাত নিলেন রশিদ লতিফ

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

পিসিবিকে একহাত নিলেন রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক :;
সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির করোনা আক্রান্তের খবরে দুঃখের ছায়া নেমে আসে দেশটির ক্রীড়াঙ্গনজুড়ে।

সেই দুঃসংবাদের কাটতে না কাটতে নতুন ধাক্কা পেল দেশটি ক্রিকেট সমর্থকরা।

এক-দুজন নয়, পাকিস্তান দলের একসঙ্গে ১০জন ক্রিকেটার মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন।

আর এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) দায়ী করে একহাত নিলেন সাবেক পাক অধিনায়ক রশিদ লতিফ।

ইংল্যান্ডে সিরিজ উপলক্ষে ক্রিকেটারদের অনুশীলনে পিসিবি’র অপেশাদারিত্বের কারণেই এসব ক্রিকেটারকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেছেন রশিদ।

বুধবার নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেছেন, ‘করোনা সংক্রমণের মধ্যে ক্রিকেটারদের জন্য পিসিবি যে আউটডোর অনুশীলনের বন্দোবস্ত করেছিল সেখানে সামাজিক দূরত্ব বজায়ের নিয়ম ঠিকঠাক মেনে চলা হয়নি।’

তিনি বলেন, কার্যত বিনা বাধায় কোনো রকম সুরক্ষা না নিয়েই ক্রিকেটাররা আউটডোর প্র্যাকটিস করছিলেন। সুতরাং এমন একটা বিপদ আসন্ন ছিল। দলের ১০ ক্রিকেটার এই মহামারীতে আক্রান্ত হয়ে গেলেন। এটা পিসিবি এবং ক্রিকেটারদের অপেশাদারিত্বের নমুনা ছাড়া আর কিছুই নয়।

রশিদের এমন অভিযোগের পর পিসিবি থেকে কোনো বক্তব্য আসেনি।

উল্লেখ্য, ট্রাই ন্যাশন সিরিজ খেলতে আর এক সপ্তাহ পর ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের।

তার প্রস্তুতির কার্যক্রম অনুসারে করোনা টেস্ট করালে ১০ ক্রিকেটারের শরীরে পজিটিভ শনাক্ত হয়।

এরপরও ইংল্যান্ড সফর থেকে পিছিয়ে আসার পক্ষপাতি নয় পিসিবি। ইংল্যান্ড সফরের সমস্ত পরিকল্পনা অপরিবর্তিত রেখে পিসিবি কিছু নির্দেশিকা জারি করেছে।

আক্রান্ত সব ক্রিকেটার এবং এক সাপোর্ট স্টাফকে তাদের এবং পরিবারের স্বার্থে হোম-আইসোলেশনের পরামর্শ দিয়েছে পিসিবি।

তথ্যসূত্র: দ্য স্টেটমেন্ট

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ