ছাতকে ভুয়া ফেইসবুক আইডি তৈরি করে ধর্মবিরোধী অপপ্রচার করায় থানায় জিডি

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

ছাতকে ভুয়া ফেইসবুক আইডি তৈরি করে ধর্মবিরোধী অপপ্রচার করায় থানায় জিডি

ছাতক( সুনামগঞ্জ)প্রতিনিধি
ছাতকে ভুয়া ফেইসবুক আইডি তৈরি করে ইসলামবিরোধী অপপ্রচার করায় থানায় দু’টি পৃথক জিডি করেছেন মোঃমিজানুল হক। তিনি ২০১৯ সালের ১৫ এপ্রিল ছাতক থানায় একটি জিডি(নং-৭০০) করেন। ফেইসবুক আইডিতে একই কর্মকাণ্ড অব্যাহত রাখায় গত ২১ জুন ছাতক থানায় আরো একটি জিডি (নং-৮৫১) করেছেন তিনি। মোঃমিজানুল হক ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত শায়েকুল হকের পুত্র। এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাতক আইডিয়াল একাডেমির অধ্যক্ষ তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে কে বা কারা তার ছবি ব্যবহার করে Blank Minor নামে একটি ফেইসবুক আইডি খুলে ইসলাম ধর্ম ও নবী করিম (স.) এর বিরুদ্ধে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য পোস্ট করছে। ইসলামধর্ম বিরোধী ছবিও পোস্ট করে যাচ্ছে এই ফেইসবুক আইডি থেকে। তাকে হেয় পতিপন্ন ও ধর্মবিরোধী সাজাতে কে বা কারা এধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার Muhin Mijan নামক মূল ফেইসবুক আইডি’র নাম ব্যবহার করে এবং তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে লিঙ্ক শেয়ার করে যাচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীন হয়ে পড়লে থানায় জিডি করেন। এদিকে ঐ চক্রটি থানায় জিডির খবর পেয়ে ফেইসবুক আইডিটি বন্ধ করে দেয়। গত ২১ জুন হইতে উক্ত অজ্ঞাতনামা চক্র মোঃ মিজানুল হকের ছবি ব্যবহার করে Muhin Mijan নামীয় আরেকটি ফেইক আইডি খুলে আবারো ধর্মবিরোধী পোস্ট আপলোড করে যাচ্ছে। যা মুসলমানদের ধর্মীয় অনূভুতিতে আঘাত করবে। এ আইডিতে মক্কা মদিনার ছবির সাথে দেবতার ছবি সংযুক্ত করে পোস্ট দিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে যাচ্ছে। বিষয়টি দেখে ঐ দিনই মোঃ মিজানুল হক থানায় আরেকটি জিডি করেন। এসব বিষয়ে দ্রুত তদন্তের সাথে দোষীদের বের করে ইসলাম বিরোধী এ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। ##

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ