শাহ মোস্তফার ওরস

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

শাহ মোস্তফার ওরস

শাহ মোস্তফার ওরস

 

অনলাইন ডেস্ক

মূল মেলা বুধবার থেকে শুরু হলেও মঙ্গলবার বিকেল থেকেই জমে উঠেছে মৌলভীবাজারে শাহ মোস্তফার (র.) ওরস ও মেলা।

 

ওরস উপলক্ষে মঙ্গলবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ ও জিকির-আজকার অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গণে। শিরনির জন্য এবার প্রায় ৩৩টি গরু জবাই করা হয়েছে।

 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির-আজগার, বাদ জোহর মিলাদ-মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে দুইদিনব্যাপী উরুসের কার্যক্রম শেষ হবে।

 

এদিকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর উরুসকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে দোকানিরা সড়কের দু’পাশে দুই তিনদিন আগে থেকেই মেলায় পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। মেলায় শিশুদের নানা ধরণের খেলনা ও খাবারের দোকানের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর, কুটিরশিল্প সামগ্রীর দোকান বসে।

 

পৌরসভার পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, পানি সরবরাহ, শিরনি বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছে উদযাপন পরিষদ। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। উরুস ও মেলাকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ।

শাহজালালের সহচর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র.)-এর ৬৮৪তম ওরস মোবারক বাংলা সনের ১লা মাঘ অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ