দক্ষিণ সুনামগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তদের তালিকা। এবার ব্যবসায়ীসহ নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ জন।

বুধবার(২৪ জুন) রাতে শাবির ল্যাব থেকে ৩ জনের পজেটিভ রিপোর্ট আসে বলে সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরীফি।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের শান্তিগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী , পূর্ব পাগলা ইউনয়নের কাড়ারাই গ্রামের একজন ও পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের এক তরুণীও রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ২৮, ৩৫ ও ১৭ বছর৷

এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে। ইতিমধ্যে ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, নতুন আক্রান্তদের তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে৷ এবং আক্রান্তদের পরিবারের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ