পাহাড়ের ছড়ায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

পাহাড়ের ছড়ায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

পাহাড়ের ছড়ায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্ত লাগুয়া ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ার পাশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন।
থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না জানা নেই। লাশের শেষকৃত্যানুষ্ঠান শেষে মামলা করবেন।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মামলা হলে তদন্ত করে ঘাতকদের সনাক্তে পুলিশ চেষ্ঠা চালাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ