খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
অনলাইন ডেস্ক

 

কিছু দিনের প্রস্তুতি নিয়ে রূপা জয়ের প্রত্যাশা নিয়ে ভারতের দিল্লিতে খো খো বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। কঠিন গ্রুপে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশের ছেলেরা। তবে, সেমিফাইনালের বাধা পেরোনো যায়নি। শেষ আটে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই দলই।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেপালের কাছে ৬৭-১৮ পয়েন্টে হেরে গেছে লাল সবুজের ছেলেদের দল। বিদায় নিলেও ম্যাচে সেরা অ্যাটাকারের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের রহমত ইসলাম।

অন্যদিকে, মেয়েদের শেষ আটের লড়াইয়ে স্বাগতিক ভারতের কাছে ১০৯-১৬ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

বিডি প্রতিদিন