সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
কমলগঞ্জে বিএমইটি’র মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক মণিপুরি মিরর, মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইয়ুম উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিএমইটির উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে প্রত্যয় নামক স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরি মুসলিম সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, শিক্ষক শাহাব উদ্দীন, সমাজসেবক মো. আনোয়ার হোসেন বাবু, বাংলাদেশ মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি সাহাজ উদ্দিন প্রমুখ ।
অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি