ছাতকে চাদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে দুজন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

ছাতকে চাদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে দুজন গ্রেপ্তার

ছাতকে চাদাবাজি করতে গিয়ে যৌথ
বাহিনীর হাতে দুজন গ্রেপ্তার

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি

 

ছাতকে জাতীয় নাগরিক কমিটির পরিচয় দিয়ে চাদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে দুজন গ্রেপ্তার করা হয়েছে। গত শুত্রুবার বিকালে উপজেলার নোয়ারাই ইউপির বেদপল্লী এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন চাদাবাজকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তাদের গত শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার কালারুকা ইউপির মুক্তিরগাও গ্রামের মৃত শুকুর আলী ছেলে সোহেল আহমদ (৩০)একই উপজেলার সদর ইউপির বাউশা গ্রামে মৃত মফিজ আলীর পুত্র আনোয়ার হোসেন (৪০)কে গ্রেপ্তার করে। জানা যায়,জাতীয় নাগরিক কমিটির পরিচয় দিয়ে কয়েক দিন ধরে ছাতক উপজেলা বিভিন্ন এলাকা চাদাবাজি চলছে। গত শুত্রুবার বেদপল্লী রস্তির এলাকা চাদাবাজি করতে গিয়ে গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনীর দুজন চাদাবাজকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের রাতেই দুজন চাদাবাজকে যৌথবাহিনীর থানায় হাস্তান্তর করা হয়। এঘটনায় এস আই সোহেল রানা খন্দকার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের প্রেরন করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এব্যাপারে ওসি গোলাম গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন চাদাবাজির করতে গ্রেপ্তার হয়েছে। এদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।###