তিন সন্তানের বাবা, তবু কেন স্বামীকে সমকামী ভাবতেন ফারাহ খান?

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

তিন সন্তানের বাবা, তবু কেন স্বামীকে সমকামী ভাবতেন ফারাহ খান?

তিন সন্তানের বাবা, তবু কেন স্বামীকে সমকামী ভাবতেন ফারাহ খান?
অনলাইন ডেস্ক

 

দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবন বলিউড পরিচালক ফারাহ খান ও তার স্বামীর। ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হু না’ ছবির সম্পাদক শিরীষকে বিয়ে করেন ফারাহ। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তারা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। যদিও এক সময় ফারাহর স্বামী শিরীষকে সমকামী বলেই মনে হতো তার। বিরক্তও হতেন শিরীষকে দেখলে।

এমনিতেই খুব একটা রাখ ঢাক করে কথা বলেন না ফারাহ। মনে যা, তা-ই মুখে তার। প্রথমবার শিরীষের সঙ্গে তার দেখা হয় ‘ম্যায় হু না’ ছবি করার সময়। চুপচাপ শিরীষ, পরিচালক ফারাহর সঙ্গেও তেমনভাবে কথাই বলতো না। শুধু তাই নয়, সারাক্ষণ রেগেও থাকতেন। ফারাহর কথায়, “আমি প্রথম দেখায় প্রেম এই ব্যাপারটা থেকেই যোজন দূরে। শিরীষ শুরুর দিকে রাগ রাগ দেখাতো। কারণ একটা মানুষ যে কম কথা বলে সে রেগে গিলে চুপ করে যায় সেটা আরও বিরক্তিকর। আমি তো আমাদের দেখা হওয়ার পর ছয় মাস পর্যন্ত ভেবেছি উনি সমকামী।”

যদিও পরে সেই শিরীষকেই মন দিয়ে বসেন ফারাহ। ৮ বছরের ছোট শিরীষ কুন্দেরকে বিয়ে করে অনেক কথা শুনেছেন ফারাহ। যদিও তিন সন্তান নিয়ে এখন সুখী সংসার তাদের।

বিডি প্রতিদিন