সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
৪ দেশের কণ্ঠশিল্পী নিয়ে ‘লিভিং রুম সেশন-সিজন টু’
অনলাইন ডেস্ক
সংগীতশিল্পী পাভেল আরিন তার গানের অনুষ্ঠান ‘লিভিং রুম সেশনের’ প্রথম সিজন শেষ করে দ্বিতীয়টি শুরু করতে যাচ্ছেন। এ কাজে প্রয়োজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইসহ শিল্পীদের সঙ্গে যোগাযোগের কাজটিও সেরে নিয়েছেন আরিন।
এবারের সিজনে গাইবেন চার দেশের শিল্পীরা। ১২টি গান দিয়ে সাজানো এই আয়োজনে বাদ্যযন্ত্র বাজাবেন ১৫ দেশের যন্ত্রশিল্পীরা। এক বিজ্ঞপ্তিতে আরিন জানিয়েছেন, দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশন গানের অনুষ্ঠানটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে।
দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে গেল সপ্তাহে লন্ডনে। নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। দ্বিতীয় সিজনকে আলোর মুখ দেখাতে ইতিমধ্যেই চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরিন।
তিনি বলেন, গায়ক ও যন্ত্রীরা আসছেন পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে; তবে এখনই তাদের নামধাম প্রকাশ করতে করতে চাইছেন না আরিন। রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্ত করেছেন।
এবারের সিজনের প্রথম গান কোরবানির ঈদের সময় প্রকাশ করার পরিকল্পনা নিয়ে পাভেল কাজ শুরু করবেন। লিভিং রুম সেশনের প্রথম সিজনে ছিল নয়টি গান। যেখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, দূরবীন শাহ, হাসান মতিউর রহমান, আবুল সরকার, গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের গান।
এছাড়াও অন্য গানগুলোতে কণ্ঠ দিতে দেখা গেছে মুজিব পরদেশী, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, ফাতিমা তুয জাহরা ঐশী, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি