সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
শপথ নিয়েই ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ১১টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
দায়িত্ব নেওয়ার পর দেশটির ফেডারেল সরকারের ওপর তার আগের যেকোনও প্রেসিডেন্টের চেয়ে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত ট্রাম্প। এর মধ্যে তিনি ও তার মিত্রদের দাবি করা ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
ডিপ স্টেট আসলে কী?
ডিপ স্টেট হচ্ছে সরকারের ভেতরে প্রভাবশালী সংস্থা বা গ্রুপ গোপনে সরকারি নীতির হেরফের বা নিয়ন্ত্রণে করে থাকে।
আরও স্পষ্টভাবে বলা যায়, এই ডিপ স্টেট কোনও বিধিবদ্ধ কাঠামো নয়। এরা শক্তিশালী গ্রুপ। যারা রাষ্ট্র ও সরকারের মধ্যে সক্রিয় থাকে বিপুল ক্ষমতা নিয়ে। তারা কাজ করে তাদের স্বার্থে, রাষ্ট্র ও সরকারের ক্ষমতা ব্যবহার করে। কিন্তু দায় পড়ে রাষ্ট্র ও সরকারের ওপর। তাদের চেনা যায়, দেখা যায়, কিন্তু সরাসরি তাদের ধরা যায় না।
মার্কিন একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশ জারি করতে পারেন তিনি। যার মাধ্যমে প্রায় ৫০ হাজার সরকারি কর্মকর্তার চাকরির সুরক্ষা বাতিল করা হবে। এতে তাদের বদলে ট্রাম্পের পছন্দের ও অনুগত ব্যক্তিদের নিয়োগ দেয়ার সুযোগ তৈরি হবে।
আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব সরকারের হাজার হাজার রাজনৈতিক নিয়োগ পূরণ করার জন্য চাপ দেবে। সম্ভবত অন্যান্য সাম্প্রতিক প্রেসিডেন্টদের তুলনায় সরকারের কাজকর্মে বেশিসংখ্যক রাজনৈতিক অনুগতকে গভীরভাবে অন্তর্ভুক্ত করাই মূল লক্ষ্য।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের দল এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ তিন কূটনীতিকের পদত্যাগ চেয়েছে। তারা দফতরের কর্মকর্তা ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ কার্যক্রম দেখভাল করতেন। এটি ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের সমর্থকরা বিশ্বাস করেন, তার প্রথম মেয়াদে বিচার বিভাগ, শিক্ষা বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থায় পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়েছিল অসহযোগী আমলাদের কারণেই। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি