সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
ডা. সাদি বিন শামসের মুক্তির দাবি জাতীয় নাগরিক কমিটির
অনলাইন ডেস্ক
ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদি বিন শামসসহ সব নিরীহদের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার (১৯ জানুয়ারি) রাতে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আহত রিকশাচালক ইসমাইলের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় রামপুরা ডেল্টা হাসপাতালের সিঁড়িতে পড়ে আছেন আহত ইসমাইল আর পুলিশের একজন সদস্য তাকিয়ে আছেন তার দিকে। আমরা জানতে পেরেছি, স্বৈরাচার পতনের পর ৭ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় এজাহার দায়ের করেন শহীদ ইসমাইলের স্ত্রী লাকি বেগম। ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এজাহারে মূল আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জনকে। এজাহারে আরও উল্লেখ করা হয়, মামলার আসামিদের অস্ত্রের মহড়ার কারণে ইসমাইল চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে তার লাশের পোস্টমর্টেম পর্যন্ত করতে পারেননি। কিন্তু লাকি বেগম তার এজাহারের কোথাও চিকিৎসক-নার্স বা চিকিৎসা সংশ্লিষ্ট কাউকে আসামি করেন নাই। কিন্তু শহীদ ইসমাইলের ছবি ভাইরাল হওয়ার পর পুলিশ ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদি বিন শামস, মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেনেন্সের বোরহান উদ্দিন এবং সিকিউরিটি গার্ড ইসমাঈল ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদান না করার অভিযোগ ওঠে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেলটা হেলথ কেয়ারের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতে চেষ্টা করেন, তখন রাস্তায় গুলিবর্ষণকারী আইনশৃঙ্খলা বাহিনী ডেলটা হেলথ কেয়ারের উদ্দেশ্যে গুলিবর্ষণ করলে তৎক্ষণাৎ ডিউটিরত চিকিৎসকের পাঞ্জাবি ভেদ করে গুলি হাসপাতালের দেওয়ালে লেগে যায়, যার চিহ্ন এখনও বিদ্যমান। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অস্ত্র তাক করে অস্ত্রের ভয় দেখিয়ে মরদেহটি সরিয়ে নেয়। পরে পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।
ডা. সাদি বিন শামসকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, পুলিশকে আরও দ্বায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই আমরা। আমরা ডা. সাদি বিন শামসসহ অন্যান্য নিরীহদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে জুলাই ম্যাসাকারে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করছি।
বিডি-প্রতিদিন/
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি