সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুটসিয়াকে নিয়েও জাগল শঙ্কা
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে ধাক্কা লাগল আরেকটি। হ্যামস্ট্রিংয়ের চোটে চলমান এসএ টোয়েন্টি থেকে ছিটকে গেলেন পেসার জেরল্ড কুটসিয়া, যাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আনরিখ নরকিয়ার বদলি হিসেবে ভাবা হচ্ছে।
সদ্যয় চোট কাটিয়ে ফিরেছিলেন কুটসিয়া। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কুঁচকিতে চোট পাওয়ায় ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি খেলতে পারেননি। গত মঙ্গলবার এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের হয়ে ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে বৃহস্পতিবার প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে তিনি খেলতে পারেননি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতি দিয়ে এসএ টোয়েন্টির বাকি অংশ থেকে তার ছিটকে পড়ার কথা জানিয়েছে। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, কুটসিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘দলে নির্বাচনের দৌড়ে আছেন’ এবং তার অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আইসিসিতে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কিন্তু পিঠের চোটে একদিন পরই দল থেকে ছিটকে পড়েন নরকিয়া।
দল ঘোষণার পরই দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় ছিলেন কুটসিয়া কিন্তু অভিজ্ঞতা বিবেচনায় নরকিয়াকে বেছে নেন তারা। শুরুর আগেই নরকিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাওয়ার পর এবার কুটসিয়াকে নিয়েও জাগল শঙ্কা। তাই আরও বিকল্প নিয়ে এখন ভাবতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
পেস বিভাগে দলে আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। বিকল্প ভাবতে চাইলে সম্প্রতি ওয়ানডে অভিষেক হওয়া ১৮ বছর বয়সী কিউনা মাফাকা ও কর্বিন বশের দিকে নজর দিতে পারে দক্ষিণ আফ্রিকা।
আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ‘বি’ গ্রুপে প্রোটিয়াদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজেও খেলবে দক্ষিণ আফ্রিকা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি