সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
ম্যাচ হেরে বিশ্বকাপ-টিকিটের পথ কঠিন করে ফেলল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
সেন্ট কিটসে বাংলাদেশকে হেসেখেলে হারলো ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯ রানের টার্গেটে খেলতে নেমে হেইলি ম্যাথুসের সেঞ্চুরিতে নয় উইকেটের বড় জয় পায় ক্যারিবিয়ানরা। ৯৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাথুস। তার ইনিংসটি সাজানো ১৬টি চারে। আরেক ওপেনার কিয়ানা জোসেফ ৭৯ বলে ৭০ রান। তার উইকেটটি নেন রাবেয়া খান। ওয়ানডাউনে নামা শেমাইন ক্যাম্পবেল অপরাজিত থাকেন ১৪ রান করে।
সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় সোমবার ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অবস্থান তলানি থেকে দুইয়ে। সরাসরি বিশ্বকাপ খেলার আশাও তাদের শেষ আগেই। কিন্তু শক্তি-সামর্থ্যে বাংলাদেশের সঙ্গে পার্থক্যটা তারা বুঝিয়ে দিল ভালোভাবেই। ৯ উইকেটের জয়ে ক্যারিবিয়ানরা শুরু করল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ হারে কঠিন হলো ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি টিকিটের বিষয়টি। সরাসরি টিকিটের জন্য আরও ৩ পয়েন্ট লাগবে টাইগ্রেসদের, নয়তো খেলতে হবে বাছাইপর্ব।
এদিন টসে হেরে ব্যাট করা বাংলাদেশ দলও টপ অর্ডার থেকে ভালো রান পেয়েছে। ওপেনার ফারজানা হক ১০ রান করে শুরুতে আউট হলেও আরেক ওপেনার মুরশিদা খাতুন ও তিনে নামা শারমিন আক্তার দলকে ভালো ভিত্তি এনে দিয়েছিলেন। মুরশিদা করেন ৫৩ বলে ৪০, শারমিন ৭০ বলে ৪২।
এ দুজনই ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের অফ স্পিনে। তাঁদের বিদায়ের পর দলের হয়ে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন শবনম মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে এ দুজনের ৩৫ ও ২৯ রানের ইনিংস দুটি বড় না হওয়ায় বাংলাদেশের ইনিংস আটকে যায় দুই শ রানের আগেই।
ম্যাচটিতে বাংলাদেশ লড়াইয়ে পিছিয়ে পড়েছে ব্যাটিংয়েই। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯৮ রানের পুঁজি গড়তে পেরেছে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে একদমই বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতেই উঠে যায় ১৬৩ রান। এর মধ্যে কিয়ানা ছিলেন একটু বেশি আক্রমণাত্মক। ৬ চার ৪ ছক্কায় ৭৯ বলে খেলেন ৭০ রানের ইনিংস।
অধিনায়ক ম্যাথুসও হাত খোলেন শেষ দিকে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৬ চারে ৯৩ বলে ১০৪ রান করে। বাংলাদেশ দলের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় ১০৯ বল বাকি থাকতেই।
২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি জায়গা করবে। বাংলাদেশ দল এখন ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। ২১ পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বুধবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (ফারজানা ১০, মুর্শিদা ৪০, শারমিন ৪২, নিগার ১৪, সোবহানা ৩৫, স্বর্ণা ২৯, রাবেয়া ১, নাহিদা ৯, সুলতানা ২, মারুফা ৫*; ডটিন ১০-০-৪০-৩, ফ্রেজার ৫-০-১৬-০, গ্লাসগো ২-০-৯-০, অ্যালেইন ৫-০-২২-২, ফ্লেচার ১০-১-৩২-১, ম্যাথিউস ১০-০-৪১-২, রামহারাক ৮-১-৩৭-০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০১/১ (ম্যাথিউস ১০৪*, জোসেফ ৭০, ক্যাম্পবেল ১৪*; মারুফা ৬-১-২০-০, সুলতানা ৪-০-২৯-০, মেঘলা ৩-০-৩৩-০, নাহিদা ৭-০-৪২-০, রাবেয়া ৭.৪-০-৩৮-১, স্বর্ণা ২-০-১৮-০, সোবহানা ২-০-১৭-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
প্লেয়ার অব দ্য ম্যাচ: হেইলি ম্যাথিউস।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি