সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল-সমাবেশ আগামীকাল
প্রেস বিজ্ঞপ্তি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে আগামীকাল ২১জানুয়ারি’২৫ বিকাল ৩টায় সংগঠনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় সিলেট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হবে। এতে বক্তব্য রাখবেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস।
৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সর্বস্তরের ছাত্র জনতার প্রতি উদ্বাত্ত আহ্বান জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক ও সাধারণ সম্পাদক বুশরা সুহেল। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ১৯৮৪সালের ২১ জানুয়ারি আত্মপ্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার অধিকার আদায়,জাতীয় সম্পদ রক্ষাসহ প্রতিটি গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সর্বশেষ জুলাই গনঅভ্যুত্থানেও সামনের কাতারে ছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এই দীর্ঘ যাত্রা ছাত্র,শিক্ষক,অভিভাবকসহ সর্বস্তরের জনগণের ভালবাসা ও সমর্থন পেয়েছি আমরা। তারই ধারাবাহিকতায় আগামীকাল সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সকলের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি