সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
দোয়ারাবাজারে অপপ্রচারের প্র তি বা দে মওশিক শিক্ষকদের মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রপ্রচারের প্রতিবাদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মওশিক) শিক্ষক কল্যাণ পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘দোয়ারাবাজার ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন অভিযোগ এনে ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে তাঁর মানক্ষুন্ন করা হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে তিনি সমাজের সর্বস্তরের অসহায়, নিরীহ ও অসচ্ছল আলেম উলামাদের কল্যাণে নিবেদিত রয়েছেন। আমরা তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলেম উলামাদের বিরুদ্ধে এসব ভিত্তিহীন অপপ্রচার চালালে সর্বস্তরের আলেম সমাজ মাঠে নামতে বাধ্য হবে।’
বক্তব্য রাখেন দোয়ারাবাজার মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও. নজরুল ইসলাম, মাও. জমির উদ্দিন, মাও. আনোয়ার হোসেন, মাও. মুহিউদ্দিন উজ্জল, মাও. রফিকুল ইসলাম, মাও. শফিকুল ইসলাম, মাও. সেলিম উদ্দিন, হাফিজ মাও. হাফিজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম উলামারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ আলেম উলামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি