জামেয়া আমিনিয়া মংলিপার সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

জামেয়া আমিনিয়া মংলিপার সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

জামেয়া আমিনিয়া মংলিপার সিলেটের
বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

 

কুতবে যমান মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আমিন উদ্দিন শায়খে কাতিয়া রহ: প্রতিষ্ঠিত ‘জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট’ এর বার্ষিক ওয়াজ মাহফিল গত ১৯ জানুয়ারী-২৫ইং, রবিবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ ইমদাদুল্যাহ শায়খে কাতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম এবং সহকারী শিক্ষক মাওলানা মুফতি এনামুল হক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে মাদ্রাসার প্রতিবেদন এবং বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা হাফেজ মুফতি ওলীউর রহমান, মাওলানা শায়খ আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মুফতি মন্জুর রশিদ আমিনী, মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান শায়খে বাহুবলী, মাওলানা ক্বারী আজমত উল্লাহ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আমিনুল হক, প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারী সিদ্দিকুর রহমান জুম্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু হুরায়রা মাদ্রাসা মহালদিক সিলেট এর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়া খান, লাখাউরা এশায়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, শিমুলকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ, বাইশটিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী তোফায়েল আহমদ, সাতগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ জুবায়ের আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হাফিজ জাহেদ আহমদ, মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রাহমানী, হাজী জুনেদ আহমদ, হাবিবুর রহমান পন্কি, হাবিবুল্লাহ, মকবুল আহমদ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, ইসলাম এবং মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে কুফুরী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আজ বিশ্বব্যাপি মুসলমানদের উপর চলছে ইয়াহুদী ও খৃষ্টানদের অকথ্য জুলুম নির্যাতন। ইসলামী অনুশাসন মেনে না চলার কারণে আজ মুসলিম মিল্লাতের অধঃপতন নেমে এসেছে। উলামা গণইসলামী তাহযিব তমদ্দুন ও সংস্কৃতির প্রতি গুরুত্বারোপ করে বলেন, মুসলমানদের ঈমান আকিদা রক্ষা করতে ক্বওমী মাদ্রাসার বিকল্প নেই। তারা বলেন, এসকল মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ। ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকল কে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এর কিংবদন্তি আলেম ওলীয়ে কামেল আল্লামা আমিন উদ্দিন শায়খে কাতিয়ার স্মৃতি ধন্য জামেয়া আমিনিয়া সিলেটের উন্নয়ন অগ্রগতি করতে দেশ বিদেশের সকলের সহযোগিতা কামনা করেন।
মাহফিলে জিন্দা মুর্তজা সহ দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।