সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
আমাদের ভালবাসার বুনিয়াদ হল আল্লাহর কোরআন-মামুনুল হক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, আমাদের ভালবাসার বুনিয়াদ হল আল্লাহর কোরআন। দ্বীনের জন্য ঝুঁকি নিতে হবে। আগামী বিপ্লব হবে কোরআনের বিপ্লব। রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। তাগুতকে অস্বীকার করতে হবে। বর্জন করতে হবে। আল্লাহর আইনের বিরুদ্ধে কারও আইন তৈরি করার অধিকার নেই। ১৯৪৭ সালে আল্লাহর আইন চালুর পক্ষে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। আলেম উলামা ও মুসলমানরা রক্ত দিয়েছিলেন। ১৯৭০ সালে বৃটিশদের আইন বাদ দিয়ে আল্লাহর আইন চালুর অঙ্গীকার করায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট দিলেও ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যোদ্ধাদের পর তিনি পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে লন্ডন থেকে ভারতে এসে পরামর্শ করে ভারতের ধর্মনিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র আর গণতন্ত্র চালু করেন।১৯৭৫ সালে তার মৃত্যুর পর আরেক দল সংবিধানে বিসমিল্লাহ, অন্য জন রাষ্ট্র ধর্ম ইসলাম চালু করলেও আল্লাহর আইন চালু হয় নাই। তাই আসুন আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্টা করতে সকলে সম্মিলিত ভাবে কাজ করি।রোববার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের রহমত বাগে দারুল উলূম ছাতক মাদ্রাসার পঞ্চম বার্ষিক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও নির্বাহী মুহতামিম মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট বয়বসায়ী ও দানবীর মোহাম্মদ একলাছ খান। অনন্য দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দীন যুক্তিবাদী,মুফতি আজিজুল হক,মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা মুফতি আব্দুস সোবহান, মাওলানা সিদ্দিক আহমদ খান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি