৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান বুধবার

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান বুধবার

৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি
প্রদান বুধবার

সংবাদ বিজ্ঞপ্তি

 

 

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের তৃতীয় সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ জানুয়ারী বৃহস্পতিবার নরওয়েতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীর উপর হামলা ও রক্তাক্ত জখম করা এবং ১৩ জানুয়ারী সোমবার যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশী প্রবাসীর সাথে দুর্ব্যবহার ও হেনস্তার প্রতিবাদে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় আগামী ২২ জানুয়ারী ২০২৫ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী ও বেলা ১১.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৬ উপদেষ্টা বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নরওয়ে বসবাসরত বাংলাদেশী প্রবাসী সাইদ উদ্দিনকে ৯ জানুয়ারী রাতে নিরাপত্তা কর্মীরা অহেতুক অযুহাতে নৃশংস হামলা করে রক্তাক্ত জখম করার পর আবারও ১৩ জানুয়ারী সোমবার যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশী প্রবাসীর সাথে দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করা হয়। সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি করে দেশপ্রেমিক প্রবাসীপ্রেমী নতুন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার জন্য জোর দাবি জানানো হয়। বিশেষ করে দীর্ঘদিন থেকে একই বিমানবন্দরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শীঘ্রই বদলি করার জোর দাবি জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৩য় সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব দিবস ১৯৮৭ খ্রীষ্টাব্দে চট্টগ্রাম বিভাগের (বর্তমান সিলেট বিভাগ) প্রথম শ্রেষ্ঠ আত্মকর্মী পদক প্রাপ্ত ব্যক্তিত্ব রাধা কৃষ্ণ রায়, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক সুলাইমান আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, যুবনেতা রুহান খান, মাহফুজ আল গালিব, মখছুছুর রহমান, নীলমনি কান্ত চন্দ ও মোঃ শাহনুর আলী।

সভা থেকে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় আগামী ২২ জানুয়ারী ২০২৫ বুধবার বাংলাদেশী প্রবাসীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে বেলা ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী ও বেলা ১১.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৬ উপদেষ্টা বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক,সিলেট) স্মারকলিপি প্রদান কর্মসূচীতে প্রবাসীপ্রেমী সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।