সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
ছড়িয়ে পড়া গুঞ্জনে পানি ঢেলে দিলেন আনচেলত্তি
অনলাইন ডেস্ক
‘রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কার্লো আনচেলত্তি’- ছড়িয়ে পড়া এমন গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন রিয়াল মাদ্রিদ কোচ। সেই সঙ্গে বললেন, বিদায় বলার কোনও তারিখ ঠিক করেননি তিনি।
গত বছর রিয়ালের সঙ্গে আনচেলত্তির করা নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। তবে স্প্যানিশ রেডিও ওন্দা সেরো জানায়, চলতি মৌসুমে ফলাফল যেমনই হোক না কেন, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন এই ইতালিয়ান। তবে খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২২ জানুয়ারি) সালসবুর্কের মুখোমুখি হবে তার দল। এর আগের দিন সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
আনচেলত্তি জানান, “এ বিষয়ে আমি খুব পরিষ্কার থাকতে চাই। এই ক্লাব থেকে বিদায়ের তারিখ আমি নির্ধারণ করব না। আমি জানি যে, দিনটি একদিন আসবে। তবে সেটা কবে আসবে, আমি জানি না। সেটা আমি ঠিক করব না। এটা আগামীকাল হতে পারে, আগামী ম্যাচের পরে হতে পারে, এক বছরের মধ্যে হতে পারে, আবার পাঁচ বছরেও হতে পারে।”
গত রবিবার আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেস। এই নিয়ে টানা পঞ্চম ও মোট সপ্তমবার এই দায়িত্ব পেলেন তিনি, পদে থাকবেন ২০২৯ সাল পর্যন্ত। ৭৭ বছর বয়সী এই ক্লাব কর্মকর্তার সঙ্গে দারুণ সম্পর্ক আনচেলত্তির। সম্পর্কের সুত্র ধরেই নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে মজাও করলেন তিনি।
আনচেলত্তি বলেন, “আমার একটা লক্ষ্য আছে। আমাদের সঙ্গে ফ্লোরেন্তিনো (পেরেস) এখানে আরও চার বছর থাকবেন। তিনি আমাকে ভালো বোঝেন এবং আরও চার বছর আমার এখানে থাকার লক্ষ্য। এরপর একসঙ্গে আমরা চলে যেতে পারি!”
রিয়ালের ডাগআউটে প্রথম মেয়াদে একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি শিরোপাজয়ী আনচেলত্তি এখানে দ্বিতীয় মেয়াদে আরও বেশি সফল। এই দফায় এখন পর্যন্ত তিনি দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ জিতেছেন বেশ কয়েকটি শিরোপা।
চলতি মৌসুমে কিছুদিন আগে বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ হারালেও, অন্য প্রতিযোগিতায় এখনও শিরোপা লড়াইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শীর্ষে আছে তারা; দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ এবং তিন নম্বরের বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি