সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
সাকিবের রেকর্ড ভাঙার পথে তাসকিন
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাসকিন আহমেদ। দেশের গতিময় এই তারকা পেসার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙে দেওয়ার পথে আছেন।
দল হিসেবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না দুর্বার রাজশাহী। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার এক আসরে ২০ উইকেট স্পর্শ করা পেসারের সামনে এখন রেকর্ড গড়ার হাতছানি। চলতি আসরে প্রথম বোলার হিসেবে ২০ উইকেট পূর্ণ করেছেন তাসকিন। তার ধারেকাছেও নেই আর কোনো বোলার।
বিপিএল এক আসরে ২০ উইকেট শিকারের স্বাদ একাধিকবার পাওয়া তৃতীয় বোলার তাসকিন। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান ও রুবেল হোসেনের। তাসকিন ২২ উইকেট নিয়েছিলেন ২০১৯ আসরে সিলেট সিক্সার্সের হয়ে।
এ অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনও সবার ওপরে সাকিব। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন সাকিব।
৯ ম্যাচেই তাসকিনের ২০ উইকেট হয়ে গেছে। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহীর। সাকিবকে টপকে যেতে এই তিন ম্যাচে আর মাত্র ৪ উইকেট নিতে হবে তাসকিনকে।
পেসারদের মধ্যে বিপিএলে এক আসরে রেকর্ড সর্বোচ্চ ২২ উইকেট নেওয়া পাঁচ পেসারের মধ্য তাসকিন একজন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি