বিশ্বনাথে মেগা ফুটবল টুর্ণামেন্টে ‘পুষ্প সৌরভ’ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

বিশ্বনাথে মেগা ফুটবল টুর্ণামেন্টে ‘পুষ্প সৌরভ’ চ্যাম্পিয়ন

বিশ্বনাথে মেগা ফুটবল টুর্ণামেন্টে ‘পুষ্প সৌরভ’ চ্যাম্পিয়ন

 

অনলাইন ডেস্ক

 

সিলেটের বিশ্বনাথে উপজেলার ৮টি ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত ‘মেগা ফুটবল টুর্ণামেন্টে’র ফাইনাল খেলায় এফসি বার্সা আশুগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ‘পুষ্প সৌরভ’ সমাজ কল্যাণ স্পোর্টি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

 

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘বিশ্বনাথ ইউনাইটেড ইউকে’ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে পৌর শহরের পশ্চিম চান্দশির কাপন মোহামেডানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আরকুম আলী ও মোহাম্মদ আলীর লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ সভাপতি রাজু মিয়া, সহ প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবুল, টুর্ণামেন্টের সমন্বয়ক লিটন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সদস্য নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ূম, ইয়াকুব আলী, সুহেল মিয়া, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, গরীব অসহায় কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক মেম্বার হেলাল মিয়া প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।