সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
২৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সম্মেলন সম্পন্ন
কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা
ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত
——মুহাম্মদ শাহজাহান আলী
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী বলেছেন, রাজনৈতিক গোষ্ঠী ও অভিজাত শ্রেণী দুর্নীতি-লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। অথচ কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর চালিবন্দর এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাহপরান থানা পশ্চিমের সভাপতি মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি এবাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহপরান থানা পশ্চিমের উপদেষ্টা ড. মাওলানা এএইচএম সোলায়মান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহপরান থানা পশ্চিমের উপদেষ্টা ও ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সোহেল আহমদ রিপন, থানার সাংঠনিক সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক ও হাবিবুর রহমান হৃদয় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি