সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেম্বার নেতৃবৃন্দের প্রতি আহ্বান
চাঁদনীঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর
পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টায় এই মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে পরিদর্শন যান জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আপনারা মনোবল ধরে রাখুন। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু প্রতিদান দেবেন। অগ্নিকাণ্ডে আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনভাবেই পূরণ হবার নয় এবং এই অগ্নিকান্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীসহ অন্যান্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো উচিত ছিল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, চেম্বারের নেতৃবৃন্দ এখনো পর্যন্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা দূরে থাক, কোন খোঁজ-খবর পর্যন্ত নেন নি। নেতৃবৃন্দ দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য চেম্বার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই অগ্নিকান্ডের ঘটনার কারণ সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আহ্বান জানান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সরুজ ভট্টাচার্য্য, জাহাঙ্গীর খান, সাহিত্য সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, কার্যকরি পরিষদ সদস্য তানিমুল ইসলাম, চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি শাহ আলম জুনেদ, সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, আকবর হোসেন খামানী, সিরাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান রনি, পুরুজয় দত্ত, মিন্টু পাল, রুমান আহমদ, তারেক রহমান, সুমন দত্ত, হারুনুর রশীদ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি