সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের
উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয় : কয়েস লোদী
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই এবং তারা নানা ষড়যন্ত্র করছে। শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।
তিনি বুধবার (২২ জানুয়ারি) দক্ষিণ সুরমার সিলামের নবারুন শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির কার্যানির্বাহী কমিটির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরীকে বিমান বন্দরে মহানগর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সংবর্ধনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম। সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। এসময় সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন মাহবুব আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহবায়ক কমিটির সদস্য আশফাক সিদ্দিকী রাহাত, মহানগর বিএনপির কার্যানির্বাহী কমিটির সাবেক শফি আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক আলী বাহার, রুম্মান আহমদ রাজু, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়খ হাবিবুর রহমান হাবিব, শাহীন আহমদ, জাকারিয়া আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি