মোগলাবাজার ব্যবসায়ী ও মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মোগলাবাজার ব্যবসায়ী ও মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান

মোগলাবাজার ব্যবসায়ী ও মালিক
বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের
১৫ বছর পূর্তি অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি

 

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ব্যবসায়ী ও মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ১৫ বছর পূর্তি উপলক্ষে মুনাফা বন্টন, স্মারক উন্মোচন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গতকাল ২২ জানুয়ারি বুধবার সকালে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মোগলাবাজার ব্যবসায়ী ও মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল খালিক নোমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ হারুনুর রশীদ হিরনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নিমার আলী, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুর রহিম, অর্থ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, উপদেষ্টা আব্দুর রউফ রুপা মিয়া, সদস্য আতাউর রহমান, জমসেদ আলী, মখলিছ মিয়া, বিশিষ্ট মুরুব্বী জুনু মিয়া।
অনুষ্ঠানে ৫২ জন সদস্যকে জনপ্রতি ১২ হাজার ৪ শত ৪৭ টাকা করে করে সমিতির মুনাফার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, সমিতির সদস্য ইমাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমবায় অফিসার চন্দন দত্ত বলেন, সমিতির মূল লক্ষ্য সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখলে সমিতির ঐক্য টিকিয়ে রাখা সম্ভব। তিনি মোগলাবাজার ব্যবসায়ী ও মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম দেখে প্রশংসা করেন।