সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
মণিপুরে যে কারণে বিজেপি জোট ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ
অনলাইন ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার থেকে বেরিয়ে গেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল-ইউনাইটেড (জেডিইউ)।
অন্য রাজ্য বিহারে বিজেপি ও জেডিইউ একসঙ্গে সরকার চালালেও মণিপুরে বিজেপির সঙ্গ ত্যাগ করল নীতিশের দল।
তবে এতে মণিপুরে বিজেপির সরকার চালাতে কোনও অসুবিধা হবে না। কারণ ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র এতদিন ৪৬ জন সদস্য ছিলেন। জোটে জেডিইউ’র সদস্য মাত্র একজন। জোট থেকে দলটি সরে যাওয়ায় বিধানসভায় এনডিএ’র সদস্য এখন ৪৫।
২০২২ সালের মার্চের শেষ দিকে মণিপুর বিধানসভা নির্বাচনে জেডিইউ’র মোট ছয়টি আসন পেয়েছিল। তবে ওই বছরেই সেপ্টেম্বরে ছয়জনের মধ্যে পাঁচজন জেডিইউ এমএলএ দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ফলে ৬০ সদস্যের বিধানসভায় জেডিইউ’র সদস্য সংখ্যা কমে দাঁড়ায় একজনে। সরকার চালাতে বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কোনও সমস্যায় পড়তে হবে না।
এদিকে, রিপোর্ট লেখা পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি কী কারণে নীতিশ মণিপুরে বিজেপির হাত ছেড়ে দিলেন।
ধরে নেওয়া হচ্ছে, মণিপুরে বীরেন সিংয়ের বিরুদ্ধে যে অপশাসনের অভিযোগ উঠেছে, সেই কারণে জোট ছাড়ল জেডিইউ। দীর্ঘ দেড় বছরের বেশি সময় চলা সহিংসতায় মণিপুরে এ পর্যন্ত আড়াইশ’র বেশি মানুষ নিহত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
তবে পর্যবেক্ষকদের মতে, জোট ছাড়ার আসল কারণ অন্য। ২০২৫ সালের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। মনে করা হচ্ছে, এই নির্বাচনে এবারে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে সব শক্তি প্রয়োগ করবে।
নীতিশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়লেও তাকে এবারে মুখ্যমন্ত্রী করতে রাজি নয় বিজেপি। কারণ, বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি প্রতিবারই কম সংখ্যক আসন পেয়েও মুখ্যমন্ত্রী হন। ২০২৫ সালে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করছে। ফলে জোটসঙ্গী হলেও বিজেপি নীতিশ কুমারের দলকে এবার বেশি আসন ছাড়বে না। বিজেপি চেষ্টা করবে অধিকাংশ আসনে নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করার। বিষয়টি আঁচ করতে পেরেছেন নীতিশ কুমার।
এ অবস্থায় নীতীশ কুমার সাধারণত বিজেপির হাত ছেড়ে তার প্রধান বিরোধী ও ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালুপ্রসাদ যাদবের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়েন অথবা নির্বাচন পরবর্তী পর্যায়ে সমঝোতার মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়ে যান। এটা তিনি অতীতে করেছেন। কম সংখ্যক আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। নির্বাচনে জেতার পরে অবশ্য আবার লালুপ্রসাদের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এভাবেই গত দেড় দশক ধরে নীতীশ কুমার বিহারে রাজনীতি করছেন।
গত রবিবারও নীতীশ আবার লালুপ্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র: বিজনেস টুডে, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি