সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট
জিয়ার অবদান অনস্বীকার্য : কয়েস লোদী
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। বিএনপি ক্ষমতায় থাকলে ক্রীড়াঙ্গনের সফলতা আসে। টানা ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রেই তারা লুটপাট ছাড়া আর কিছুই করতে পারেনি। আওয়ামী লীগের স্বৈরশাসনকালে দেশের কোনো মাঠই সচল ছিল না। জেলার স্টেডিয়ামগুলো ছিল একেবারেই জরাজীর্ণ। যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে তারা।
তিনি আরোও বলেন, আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করে যুবসমাজকে মাঠমুখী এবং ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছি। যাতে জেলায় জেলায় থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় তৈরি হয়ে দেশ-বিদেশে সুনাম অর্জন করতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সাদিপুর নোয়াগাঁও মাঠে ৭ম এন.এস কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আয়োজক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাশা ও সাধারণ সম্পাদক আছনাত উদ্দিন জাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আয়োজক কমিটির উপদেষ্টা শফিক মিয়া, মাসুক মিয়া, মাছুম আহমদ, নিজাম উদ্দিন, হোসেন আহমদ, আফজল মিয়া, বাপ্পি আহমদ, আয়োজক কমিটির সহসভাপতি কামরুল ইসলাম, নাঈম আহমদ সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক, তানিম আহমদ, অর্থ সম্পাদক, মাহফুজুল ইসলাম লিটন, সহ অর্থ সম্পাদক, মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক, সাহেদ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক, হাসান আহমদ, মিডিয়া সম্পাদক মাসুদ ইকবাল মুক্তা, সহ মিডিয়া সম্পাদক, আশরাফুল ইসলাম, আহাদ আহমদ সুহিম আহমদ ফাহিম আহমদ সাহান আহমদ, শিমুল আহমদ, তানভীর হোসেন ফাহিম, ফারদিন আহমদ, শাফি আহমদ, সোহান আহমদ, বরকত আহমদ, আশরাফুল আহমদ, আল-আমিন আহমদ, জবল আহমদ, আবিদ আহমদ, মাহিন আহমদ, রনি আহমদ, রাজন আহমদ, শাহাদত আহমদ, মিনহাজ আহমদ, নাহিদ আহমদ, ইসমাইল আহমদ, সৌম্য পাল, সোহাগ আহমদ, ফেরদাউস আহমদ, রাহি আহমদ, সাইফ আহমদ, মুন্না আহমদ,সিহাব আহমদ প্রমুখ। ধারাভাষ্য প্যানেল ছিলেন মাসুদ ইকবাল মুক্তা, তানিম আহমদ, মারুফ আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি