৭নং ওয়ার্ডে নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

৭নং ওয়ার্ডে নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

৭নং ওয়ার্ডে নাগরিক
ফোরামের শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

 

সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নাগরিক ফোরাম। শুক্রবার নগরীর ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নাগরিক ফারামের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফোরামের সভাপতি সাজিদ আহমদ চৌধুরী (রানা) এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক রাকেল আহমদ ও অর্থ সম্পাদক সামি চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল আলম মফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাসনু চৌধুরী, ছয়ফুল করিম চৌধুরীর হায়াত, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোঃ আব্দুল্লাহ, এড. নুরুল হক, মাস্টার আবুল কালাম, শাহপরান জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল আবু সালেহ মুসা, কারী মাওলানা আব্দুল হাই ও আনোয়ার হুসেইন।

নাগরিক ফোরামের সদস্য আব্দুল্লাহ আল সুহাইব নাইম ও হাফিজ আবুল কামালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শীতবস্ত্র বিতরণ শেষে ফোরামের প্রধান উপদেষ্টা শহিদ আহমদ চৌধুরী সাজু-এর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পীরমহল্লা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুর রউফ। বিজ্ঞপ্তি