সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
শাবিপ্রবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
শাবিপ্রবি প্রতিনিধি
শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (শাবিপ্রবি) প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা।
ভেতরে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ অংশ নিয়েছেন শিক্ষার্থীরা, আর বাইরে তাদের জন্য অপেক্ষায় প্রহর গুনছেন অভিভাবকরা। পরীক্ষার হলে তাদের সন্তান কী করছে, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে কি—না সেটি ভেবেই তাদের চিন্তার যেন শেষ নেই। তাদের মধ্যে কেউ গল্প করছেন, আবার কেউ সৃষ্টিকর্তার কাছে করছেন প্রার্থনা। নিজের সন্তান কিংবা ছোট ভাই—বোনের জন্য চিন্তার যেন শেষ নেই তাদের।
আজ শনিবার (২৫ জানুয়ারি) শাবিপ্রবির ৪টি বিল্ডিংয়ে ১৬৯৫ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এদিকে বাহিরে বেশ উদ্বিগ্ন দেখা যায় কয়েকজন অভিভাবককে। সরজমিনে কথা হয় কয়েকজন অভিভাবকের সঙ্গে।
সুনামগঞ্জ থেকে আসা কামরুন্নার বেগম বলেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আমি চাই আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়েছি। মেয়েটা সে অনুযায়ী পড়াশোনা করেছে। আল¬াহর কাছে মিনতি আল¬াহ যেন আমার ও আমার মেয়ের মনের আশা পূর্ণ করেন।’
রহিমা বেগম নামের এক অভিভাবক বলেন, ‘ঢাবিতে ছেলেকে পড়ানো আমার দীর্ঘদিনের স্বপ্ন। জানিনা স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হবে। তার কাছ থেকে ভালো কিছু শোনার অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, সারা দেশে বিভাগীয় কেন্দ্রে একযোগে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের মোট আসনসংখ্যা দুই হাজার ৯৩৪। এই ইউনিটে আবেদন করেছেন এক লাখ ২৫ হাজার ৪৯৯ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৪৩ জন শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি