বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা: কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা: কাইয়ুম চৌধুরী

বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা: কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন। কিছুটা নাগরিক স্বাধীনতা ফিরেছে কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠে পাহারাদার হিসেবে হিসেবে থাকতে হবে। এই সময়ে জনগণের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়, জনগণের জন্য বিএনপি কি চায়। তাই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা সৃজন করেছেন। বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা। ৩১ দফায় রাষ্ট্রের অনেক বিষয়ের সাথে বেকার যুবসমাজের কথা চিন্তা করা হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে। নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

শনিবার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ওসমানপুর বাজারে বিশাল জনসভা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য” এবং “সার্বজনীন চিকিৎসা”ব্যবস্থা কার্যকর করা হবে।কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা এই ৩১ দফায় আছে, আপনাদেরকে তা প্রচার করতে হবে।’

পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল ও যুগ্ম সম্পাদক আবুল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ দফতর মাহবুব আলম, সহ প্রচার সম্পাদক শাহিন আলম জয়, জেলা কৃষক দলের সদস্য খলিলুর রহমান নানু, বালাগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক সেফুল আহমদ।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল, মৌলানা মনির আহমদ, ইউনুস আলী, শাহিনুল হাসান ও তোফায়েল আহমদ জুনু, মুহিব চৌধুরী মুজিব, এম আর ডালিম, আইন উদ্দিন, জহির উদ্দিন বাবর, সুলেমান বেগ, মুমিনুল হক, ফয়ছল আহমদ শাফি, হোসেন আহমদ জয় প্রমুখ।