সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
সিলেটি ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ’র উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (সিলেট ডিএফএ) এর সহযোগিতায় এবং সিলেট বিভাগের চারটি (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) জেলা ফুটবল এসোসিয়েশন এর অনূর্ধ্ব-১৫ ফুটবল দলসমূহের অংশগ্রহণে ‘‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ (সিলেট জোন)’’এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রারম্ভেই জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ এর তাৎপর্য এবং ‘‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ (সিলেট জোন)’’ এর গুরুত্ব তুলে ধরে আদর্শ নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে বদলিয়ে নবরূপে তারুণ্যের গতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উৎসাহ-উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মোঃ রেজা-উন-নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরের জামান চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর অপারেশন ম্যানেজার মোঃ আবুল বাশার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এর সিনিয়র সহকারী কমিশনার গালিব চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য আক্কাছ উদ্দিন আক্কাই, সাদেক আহমদ, রাফায়েত মালিক রাফী, মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিল্টন, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ছালেহ আহমদ, ম্যাচ কমিশনার ইলিয়াস হোসেন ফুলু, হান্টার দীপক চন্দ্র নাথ, সিলেট, হবিগঞ্জ , সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এর কর্মকর্তাবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, রেফারীবৃন্দ প্রমুখ। উদ্বোধনী দিনের ১ম ম্যাচ (সিলেট বনাম হবিগঞ্জ জেলা অ-১৫ ফুটবল দল) গোলশূন্য ড্র এবং ২য় ম্যাচ (সুনামগঞ্জ বনাম মৌলভীবাজার) গোলশূন্য ড্র হয়।
২৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখের খেলাদ্বয় (ভেন্যু : আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেট)
১ম ম্যাচ (বেলা ১২.০০ টা) : হবিগঞ্জ বনাম সুনামগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল
২য় ম্যাচ (বেলা ০২.৩০টা) : সিলেট বনাম মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি