২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল

২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল
অনলাইন ডেস্ক

 

চার ইসরায়েলি জিম্মির বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি দুই কারাগার থেকে এই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হয়।

আজ শনিবার এই ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পান।

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পান।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রবিবার গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সেই বিরতির চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মুক্তি দেয়া হয়।

প্রথম দফায় হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিপরীতে ইসরায়েলের কারাগারগুলো থেকে মুক্তি পান ৯০ ফিলিস্তিনি বন্দী।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। তারপর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বিডি প্রতিদিন