সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : আমিনুল হক
অনলাইন ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে। পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমাদের সন্তানদের নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। এর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
শনিবার সকালে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে ‘আমিনুল হক শিক্ষাবৃত্তি সনদ ও সম্মানী প্রদান-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছে। শেখ হাসিনার সরকার জোর করে তার পরিবারের মিথ্যা ইতিহাস আমাদের শিখানো হয়েছে এবং আমাদের সন্তানদের পড়ানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রুপরেখা দিয়েছেন, সেই রুপরেখার ভেতরে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি।
আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এদেশের জনগণের ২৮ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে আওয়ামী লীগের নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে। কিন্তু এদেশের সাধারণ মানুষের দিকে তাদের কোনো খেয়াল ছিল না।
জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজের জন্য নিজস্ব মাঠ বাধ্যতামূলক করে মাঠের ব্যবস্থা করারও অঙ্গীকার করেন তিনি।
আমাদের সন্তানদের, নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
পল্লবী রুপনগর থানা শিক্ষা প্রদান পরিষদের সভাপতি ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লবী ও রুপনগর শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের প্রধান উপদেষ্টা মো. মইনুল হক, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ মোস্তফা কামাল খোশনবীশ, মিরপুর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিনাত ফারহানা, শহীদ আবু তালেব স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, এমআই মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান বক্তব্য রাখেন।
এসময় তিনি পল্লবী রুপনগর থানাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি সনদ ও সম্মানী হিসেবে অর্থ প্রদান করেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি