ডেমরায় শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

ডেমরায় শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

ডেমরায় শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

 

অনলাইন ডেস্ক

 

রাজধানীর ডেমরায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।

ডেমরা থানা বিএনপির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন মো. আনিসুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আব্দুল হাই পল্লব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল হাশেম।

বিডি প্রতিদিন