টিকটকের চ্যালেঞ্জ নিতে ভার্টিক্যাল ভিডিও ফিচার আনল এক্স

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

টিকটকের চ্যালেঞ্জ নিতে ভার্টিক্যাল ভিডিও ফিচার আনল এক্স

টিকটকের চ্যালেঞ্জ নিতে ভার্টিক্যাল ভিডিও ফিচার আনল এক্স
অনলাইন ডেস্ক

 

বিশ্বজুড়ে টিকটকের মতো উলম্ব ভিডিও ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। টেকক্রাঞ্চ জানিয়েছে, নতুন এই ফিচারটি গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাইরে ভারত, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে দেখা গেছে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রে ফিচারটি পরীক্ষামূলক চালু ছিল।

এক্সের একজন মুখপাত্র জানান, ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। প্রথমে এটি আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এবং পরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

এই ফিচারের মাধ্যমে এক্স অ্যাপে নতুন একটি ট্যাব যুক্ত হয়েছে, যা গ্রোক এক্সএআই বাটনের পাশে দেখা যাবে। ট্যাবে ক্লিক করলেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও স্ক্রল করা যাবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক নিষেধাজ্ঞার মুখে টিকটক সাময়িকভাবে বন্ধ ছিল। যদিও পরে এটি চালু হয়েছে, তবে আইনি বাধ্যবাধকতা পালনে ৭৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই অবস্থায় টিকটকের ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এক্স নতুন ভার্টিক্যাল ভিডিও ফিচার নিয়ে এসেছে।

এক্সের নতুন ফিচারটি কিছু অল্প ভিডিও স্ক্রল করার পর বিজ্ঞাপন দেখাতে শুরু করে। এর মাধ্যমে ভিডিও কনটেন্টের মাধ্যমে ব্যবহারকারীদের সম্পৃক্ত রেখে অতিরিক্ত আয় করতে পারছে প্রতিষ্ঠানটি। এই পদ্ধতি টিকটক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পরিচিত কৌশল।

ভিডিও ফিচারকে আরও আকর্ষণীয় করতে এক্সের আগে থেকেই বিভিন্ন উদ্যোগ চালু ছিল। ২০২২ সালে তারা টাইমলাইনে ভিডিও স্ক্রল করার ফিচার যোগ করে। একই বছর তারা একটি স্বতন্ত্র টিভি অ্যাপ চালু করেছিল, যেখানে কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও দেখানো হয়।

এদিকে টিকটকের প্রতিদ্বন্দ্বিতায় ইনস্টাগ্রামও নতুন ফিচার নিয়ে আসছে। রিলসের সময়সীমা বাড়িয়ে ৩ মিনিট করার পাশাপাশি মেটা নতুন একটি ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে, যা ক্যাপকাটের মতো কাজ করবে।

ভিডিও কনটেন্টের বাজার দখলে রাখতে টিকটকের চ্যালেঞ্জ মোকাবিলায় এক্স, ইনস্টাগ্রাম ও মেটার মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা।

বিডি প্রতিদিন