১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য

১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য
অনলাইন ডেস্ক

 

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে নতুন করে ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। মার্কিন কংগ্রেসের দুজন সদস্য, যারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত, এই তথ্য জানিয়েছেন। তাদের মতে, ইরান-সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘস্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছে।

মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরুর পর হামাসের প্রায় ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিহত হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত কোনো সরকারি অনুমান এত দিন প্রকাশিত হয়নি।

১৫ মাসের দীর্ঘ সংঘর্ষ শেষে রোববার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির পরও গাজার পরিস্থিতি হামাসের শক্ত অবস্থানকে নির্দেশ করে। হামাস-নিয়ন্ত্রিত এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে এবং কিছু মৌলিক সেবা পুনঃপ্রবর্তিত হয়েছে।

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানান, সংগঠনটি নতুন হাজারো যোদ্ধা নিয়োগ দিয়েছে। তবে মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, এসব নতুন সদস্যের বেশিরভাগই তরুণ এবং প্রশিক্ষণহীন। মূলত তাদের নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।

বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, হামাসের নতুন যোদ্ধা নিয়োগ এবং যোদ্ধা নিহত হওয়ার হার ‘চিরস্থায়ী যুদ্ধের রেসিপি’ তৈরি করছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

যুদ্ধবিরতির পর গাজায় হামাস তাদের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ইসরায়েল অস্ত্রধারী এই গোষ্ঠীকে ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এদিকে, গাজার পুনর্গঠন ও মৌলিক সেবা পুনঃস্থাপন সত্ত্বেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও বহাল রয়েছে।

বিডিপ্রতিদিন