টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার আর্শদিপ

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার আর্শদিপ
অনলাইন ডেস্ক

 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় বোলার আর্শদিপ সিং। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখার পাশাপাশি বছরজুড়েই এই সংস্করণে উজ্জ্বল ছিলেন তিনি। যার পুরস্কারও পেলেন বাঁহাতি এই পেসার।

শনিবার ২০২৪ সালের সেরা টি-টোয়েন্টি পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি।

সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে হারিয়েছেন আর্শদিপ।

গত বছর ভারতের জার্সি গায়ে ১৮ টি-টোয়েন্টি খেলেন আর্শদিপ। সাড়ে ১৩ গড় ও ওভারপ্রতি ৭.৪৯ রান দিয়ে ৩৬ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ভারতীয়দের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ৩২ ম্যাচে ভুবনেশ্বর কুমারের নেওয়া ৩৭ উইকেট সবার ওপরে। সেবার ৩৩ উইকেট নিয়ে তৃতীয় ছিলেন আর্শদিপ।

বিডি প্রতিদিন