পাকিস্তানের ক্রিকেটে নতুন ইতিহাস: নোমান আলীর হ্যাটট্রিক

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

পাকিস্তানের ক্রিকেটে নতুন ইতিহাস: নোমান আলীর হ্যাটট্রিক

পাকিস্তানের ক্রিকেটে নতুন ইতিহাস: নোমান আলীর হ্যাটট্রিক
অনলাইন ডেস্ক

 

পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। তিনি পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন।

আজ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নোমান আলী তার দুর্দান্ত স্পিন বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তূপে পরিণত করেন। তিনি মাত্র তিনটি বলে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন।

এর আগে পাকিস্তানের পক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছেন ওয়াসিম আকরাম, শাহনওয়াজ রহমান, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ এবং নাসিম শাহ। কিন্তু তাদের সবাই পেস বোলার ছিলেন। নোমান আলীই প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে এই কীর্তি গড়লেন।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, নোমান আলী হ্যাটট্রিক করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১০ দিন। এর আগে শ্রীলঙ্কার স্পিনার রঙ্গানা হেরাথ ৩৮ বছর ১৩৯ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন। এতে নোমান আলী টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বয়স্ক হ্যাটট্রিককারী বোলার হিসেবে নাম লেখালেন।

বিডি প্রতিদিন