সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
অনেক শহীদকে রাতের অন্ধকারে দাফন করে আওয়ামী লীগ : নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী রাতের অন্ধকারে রায়েরবাজার কবরস্থানে দাফন করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে রাতের অন্ধকারে রায়ের বাজার কবরস্থানে দাফন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী। এই শহীদদের পরিবার এখনো অপেক্ষায় আছে তাদের স্বজনদের শেষ আশ্রয়স্থলের সন্ধান খুঁজে পেতে।
তিনি আরও লেখেন, জুলাইয়ের অজ্ঞাতপরিচয় এই নায়কদের পরিচয় বের করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সবকিছু করছে অন্তর্বর্তীকালীন সরকার।
এদিন রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে যান।
কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।
শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।
শহীদদের পরিবার আর্থিক সহায়তা দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম চালু হবে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি