সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে একই রাতে দুটি পেট্রোল পাম্পে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ ডাকাতকে আটক করেছে। জড়িত অন্যরা পালিয়ে গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নে অবস্থিত শাহপরান ও হাইওয়ে পেট্রোল পাম্পে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা পেট্রোল পাম্পে কর্মরত লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময়ে পাম্পে কর্মরত লোকদের চিৎকারে স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করে। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয় জনতার সহায়তায় কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিমের নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে রাতেই ৩ ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলা সদরের শেখেরপাড়া উত্তর দৌলদিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা সাগর শেখের ছেলে ইমরান শেখ, খানকানাপুর গ্রামের ইন্তাজ শেখের ছেলে মো. ইমন শেখ ও ইমরান শেখ, একই জেলার ভবানীপুর গ্রামের জব্বার শেখের ছেলে মিলন মৃধা।
পুলিশ জানায়, এই ডাকাতির ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ওমর ফারুক বলেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল গত ৩ দিন ধরে সিলেটে অবস্থান করছিল। তাদের সহযোগীদের মাধ্যমে তারা জৈন্তাপুর এলাকায় প্রবেশ করে প্রথমেই পেট্রোল পাম্পে হানা দেয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, চিকনাগুলে পেট্রোল পাম্প ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। এই ঘটনায় সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি