সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
অনলাইন ডেস্ক
পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে পরিবহন চালক এবং হেলপারদের সমন্বয়ে সচেতনতা সভা করেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিবহন চালক ও হেলপারদের সচেতনতা বৃদ্ধিমূলক এ সভার আয়োজন করা হয়।
ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. ফাহাদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত সচেতনতা বৃদ্ধিমূলক সভায় সভাপতিত্ব করেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের।
সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্মশালায় ১৫ জন সিএনজি চালক, ১৫ জন লেগুনা চালক, ১০ জন বাস চালক, ১০ জন মাইক্রোবাস চালক এবং ১০ জন অন্যান্য যানবাহন চালক-হেলপারসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- এসএমপি’র ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) বদিউল আমিন চৌধুরী, টিআই মো. মুহিবুর রহমান, বিআরটিএ সিলেটের মোটরযান পরিদর্শক মাহাবুব রব্বানী, কুমারগাঁও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফখরুল ইসলাম রুবেল, ট্রাক শ্রমিক ইউনিয়ন জালালাবাদ শাখার সভাপতি কালা মিয়া, কোর্ট পয়েন্ট শাখা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিক আহমেদ।
এছাড়া কর্মশালায় বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, চালক ও হেলপারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি